বুদ্ধিরূপেণ সংস্থিতাঃ

নারীর কষ্টকে আমরা ‘যাপন’ করি না, ‘রোমন্থন’ করি – উত্তেজিত হই, দু-চার কলম সাহিত্য লিখতে চেষ্টা করি, কিন্তু সংগ্রামের অন্তিম ফলটিকে অনেক সময়েই উদ্‌যাপন করি না। তাই বোধহয় নারী বৈজ্ঞানিক বলতে মারি কুরি অথবা অধুনা ভ্যাকসিন গবেষণার কারণে পরিচিত নাম সারা গিলবার্ট অবধিই আমাদের দৌড়। আমাদের এই সম্মিলিত অজ্ঞতা নিরসনের জন্য এরপর থেকে ধারাবাহিকভাবে নারীস্বত্ব.কম -এর আঙিনায় আমার কলমে ফুটে উঠবে বিজ্ঞানচর্চায় বিভিন্ন নারীর অবদানের কথা। (পর্ব ১)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 April, 2024 | 940 | Tags : Female Scientists Female Researchers Truth History Series on Female Scientists